যাঁরা আকাশ ছুঁয়েছিলেন ...
আজ নোবেল অথবা সরাসরি বিজ্ঞানের বিষয়ে বলব না। বরং বলব অভিযানের ইতিহাস। মেয়েদের আকাশ ছুঁতে চাওয়ার ইতিহাস, যা আক্ষরিক। দীর্ঘ এই কালানুক্রমিক যাত্রার অন্তিম মুহূর্তটিতে যখন শেষ অবধি এসে দাঁড়াতে পেরেছি, অর্ধেক আকাশকে ছাপিয়ে মেয়েদের সম্পূর্ণ আকাশকে বাস্তবে করায়ত্ত করার সেই ইতিহাসকে নিয়েই বরং দু’চারকথা লেখা যাক। দু’চার কথায় উঠে আসুক এ্যামেলিয়া ইয়ারহার্ট, ভ্যালেন্টিনা তেরেস্কোভা অথবা মে জেমিসনদের আকাশ ছোঁয়ার গল্প। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক (পর্ব ৩৫)
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 15 November, 2021 | 488 | Tags : Amelia Earhart Valentina Tereshkova Mae Jamison Sara Gilbert Kalpana Chawla Series on Female Scientists